মাদক পরিহারের অঙ্গীকারের মধ্যদিয়ে কাপ্তাইয়ে নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

69

॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল-মাদক ছেড়ে মাঠে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং কখনো মাদক স্পর্শ না করার অঙ্গীকারের শে¬াগানের মধ্যদিয়ে কাপ্তাই উপজেলারা রাইখালীতে অবস্থিত নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয়ে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মনছুরির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান এবং রূপসী কাপ্তাই পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন।
প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪টি হাউজে বিভক্ত হয়ে বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়। শিক্ষা ও প্রতিযোগিতার অংশ হিসেবে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন প্রকারের পিঠা নিজ হাতে তৈরি করে আনে। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন ও আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন হাউজ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি গ্রামীণ পিঠা, পায়েস এবং অন্যান্য খাদ্য সামগ্রীর সমাহার দেখে সন্তোষ প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ক্রীড়া আয়োজনের ব্যাপক প্রস্তুতি, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে বড় হতে হলে লেখাপড়ার যেতম বিকল্প নেই তেমনি শরীর ও মন চাঙ্গা রাখতে হলে খেলাধুলার বিকল্পও নেই। তিনি দৈনন্দিন লেখাপড়ার পাশাপাশি গ্রামীণ খেলা যেমন হা-ডু-ডু, দাঁড়িয়া বান্দা, বউছি, এক্কা দোক্কা, কানামাছি, লুডু, ক্যারামবোর্ড, দড়ি লাফ ইত্যাদি খেলাধুলার করার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি শিক্ষার্থীদের কখনো মাদক স্পর্শ না করার আহবান জানান। শুধু মাদক নয় তিনি স্কুলের শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার না করারও পরামর্শ দেন। প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশিত আকর্ষনীয় সমবেত নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।