॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
বাঘাইছড়িতে কাচালং সরকারী উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারী) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ দানসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, ২৭ বিজিবি’র মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আতিকুর রহমান পদাতিক। এসময় বিশেষ অতিথিরা ছিলেন, মারিশ্যা জোন এর উপ-অধিনায়ক মেজর জাকির হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা,
ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, কাচালং সরকারী কলেজ অধ্যক্ষ নজরুল ইসলাম, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ, প্রেস ক্লাব সভাপতি দীলিপ দাশ ও পৌরসভার প্রাত্তন প্রশাসক নিজাম উদ্দিন বাবু। এছাড়াও অনুষ্টানে অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বরেণ্য, বিদায়ী ও কৃতি শিক্ষার্থী প্রতিনিধিরাসহ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমূখ।
সভা শেষে বরেণ্য, বিদায়ী ও কৃতি শিক্ষার্থীদেরসহ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে শুভেচ্ছা স্মারক ও পুরস্কার বিতরণ এবং অনুষ্ঠানের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।