॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙ্গামাটির নানিয়ারচর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে অত্র বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নানিয়ারচর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি চাকমার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ত্রিদিব কান্তি দাশ।
এতে আরও বক্তব্যে রাখেন, শানসাইন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মধুসূদন চাকমা, সদস্য বাবুল কর্মকার, সদস্য শাহজাহান মৃধা, সদস্য অ্যাড. দর্শন চাকমা ঝন্টু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ গঠন করা সম্ভব না।
আজকের শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের বিনির্মাতা। তাই প্রত্যেক ছাত্রীদের অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি আরও বলেন, মাধ্যমিক স্তরের গন্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকে পদার্পণ করতে যাচ্ছ তোমরা। আগামী এসএসসি পরীক্ষায় তোমাদের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।