॥ রোয়াংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে আসন্ন শীত মৌসুমে প্রচন্ড শীত প্রকোপ হওয়ায় গরীব ও দু:স্থ পরিবারের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন ইউএনও মোহাম্মদ আতিকুল মামুন।
সোমবার (২২ জানুয়ারি) রোয়াংছড়ি সদর ইউনিয়ন ও ৩নং আলক্ষ্যং ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যলয় প্রাঙ্গণে শীতবস্ত্র কম্বল বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা ও রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ইউপি সচিব উবানু মারমা। এছাড়া এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি কারবারি, মেম্বারসহ এলাকার নর-নারী উপস্থিত ছিলেন। ইতিপূর্বে ৪টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ৫শ থেকে ৬শত করে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।