॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার বলেন, সকল ধর্ম মানুষের কল্যানের কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আজ সমাজের প্রতিটি ক্ষেত্রে তার প্রতিফলন ঘটছে। এখানে প্রত্যেকটা ধর্মের অনুষ্ঠানে সকল সম্প্রদায়ের মানুষ অংশ নেন।
সোমবার (১৫ জানুয়ারি) মন্দির প্রাঙ্গনে আশ্রম পরিচালনা কমিটির আয়োজনে কাপ্তাই রাইখালী শ্রীশ্রী সার্বজনীন লোকনাথ মন্দির ও সেবাশ্রমের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে ভাগবতীয় আলোচনা সভা এবং গীতাপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মন্দির পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সুবর্ণ ভট্রাচার্য্য এর সভাপতিত্বে সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় প্রধান ধর্মীয় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাঙালহালিয়া জ্যোতিস্বর বেদান্ত মঠ ও মিশন এর অধ্যক্ষ শ্রীমৎ অভেদানন্দ গিরি মহারাজ।
পরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্ত ও সঙ্গীতা দত্তের পরিচালনায় গীতিনাট্য “জয় বাবা লোকনাথ” পরিবেশিত হয়।
এদিকে ২ দিনব্যাপী অনুষ্ঠানকে ঘিরে দূর দূরান্ত হতে অসংখ্য ভক্তের আগমন ঘটেছে। এতে মন্দির প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।