রাঙ্গামাটিতে পর্যটকদের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ইউপিডিএফ’র কর্মী আটক

56

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি সাফছড়ি ফুরোমন পাহাড়ে পর্যটকদের কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় রাঙ্গামাটি সদর থেকে সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) কর্মী মন্টু চাকমা (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে রাঙ্গামাটির সাফছড়ি ইউনিয়নের ফুরোমন পাহাড়ের পাশে টিবিমন পাড়া থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, রবিবার সকালে একদল সন্ত্রাসী ফুরোমন পাহাড়ে পর্যটকদের কাছ থেকে মুঠোফোন এবং মানিব্যাগ ছিনিয়ে নেয় এমন অভিযোগ পাওয়ার পর নিরাপত্তা বাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে টিবিমন পাড়া থেকে ইউপিডিএফ’র কর্মী মন্টু চাকমাকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে মন্টু চাকমা নিজেকে ইউপিডিএফ (প্রসীত) দলের সমর্থক বলে স্বীকার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিকেলে কাউখালী থানায় হস্তান্তর করা হয়।
রাঙ্গামাটি জেলার ফরমোন পাহাড়টি ভ্রমনপিয়াসু পর্যটকগণের কাছে দিন দিন জনপ্রিয় হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে কিছু পাহাড়ি সন্ত্রাসীগন পর্যটকগদের এই আগমনের সুযোগ নিয়ে তাদের সর্বস্ব কেড়ে নিচ্ছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।