॥ রোয়াংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ২নং তারাছা ইউনিয়নের ছাইঙ্গ্যা ডানেশ পাড়া বাসিন্দা মৃত মো: সুলতান আহমদের ছেলে মোহাম্মদ আব্দুল হামিদ (৫৭) বসতঘর মাঝরাতে আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার অনুমানিক ভোর রাতে আড়াইটার দিকে ছাইঙ্গ্যা ডানেশ পাড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি মেম্বার মো: মোশেদ সূত্রে জানা গেছে, ঘর মালিক আব্দুল হামিদের পরিবার সকলেরই ঘুমের মগ্ন ছিলেন। ফলে আগ্নিকান্ডের সময় কোন মালামাল উদ্ধার করতে পারেননি। আব্দুল হামিদ একজন হতদরিদ্র পরিবার। এরমধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনায় সংঘটিত হওয়ায় নিস্ব হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত ত্রাণ ব্যবস্থা করার প্রয়োজন বলে মনে করেন স্থানীয় গ্রাম বাসিরা।
স্থানীয় জনপ্রতিনিধি ২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা বলেন আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পূর্ণ ঘর পুড়িয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে আব্দুল হামিদের পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন পরিষদে পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।
উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান অগ্নিকাণ্ডে ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতের কম্বল, শুকনো খাবার, চাল, ডালসহ যাযা প্রয়োজন টা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।