॥ নিজস্ব প্রতিবেদক ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বুধবার (১০ জানুয়ারী) সকাল ১১টায় দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগ সহ সভাপতি চিংকিউ রোয়াজার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মো: হাবিবুর রহমান, মো: রফিকুল মাওলা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, পৌর আওয়ামীলীগ সভাপতি মো: সোলাইমান চৌধুরী, সাধারন সম্পাদক মনছুর আলী, জেলা কৃষকলীগ সাধারন সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা মৎস্যজীবিলীগ সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা যুবলীগ সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মো: শাহজাহান, জেলা যুবমহিলালীগ সাধারন সম্পাদক লেখিকা চাকমা, জেলা ছাত্রলীগ সভাপতি মো: আব্দুল জব্বার সুজন প্রমুখ।
আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।