‘নৌকার ঢেউয়ে’ নির্বাচনে ডুবে জামানত হারালেন রাঙ্গামাটি দুই নতুন মুখ

93

॥ নিজস্ব প্রতিবেদক ॥
প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ‘নৌকা ঢেউয়ে’ ডুবে জামানত হারালেন দুই নতুন মুখ। নির্বাচনী মাঠে হেভিওয়েট প্রার্থী দীপংকর তালুকদারকে চ্যালেঞ্জ করা এই দুইজনের জামানত হারানোর বিষয়টি এখন মুখে মুখে।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মণির হোসেন।
জামানত হারানো দু’জন প্রার্থী হলেন, সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী (ছড়ি) প্রতীক নিয়ে নির্বাচন করা অমর কুমার দে এবং তৃণমূল বিএনপি’র সোনালী আঁশ প্রতীক নিয়ে নির্বাচন করা মিজানুর রহমান।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী কোন প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের (কাস্টিং) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে।
২৯৯ আসনে আওয়ামীলীগের প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে দীপংকর তালুকদার সর্বমোট ভোট পেয়েছেন ২ লাখ ৭১হাজার ৫০৪। তার প্রতিদ্বন্দ্বী সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী (ছড়ি) প্রতীকে নির্বাচন করা অমর কুমার দে পেয়েছেন সর্বমোট ৪ হাজার ৯৬৫ ভোট এবং তৃণমূল বিএনপি’র সোনালী (আঁশ) প্রতীকে নির্বাচন করা মিজানুর রহমান সর্বমোট ২ হাজার ৬৯৩ ভোট পেয়েছেন।
জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মণির হোসেন বলেন, কোন প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে কাস্টি ভোটের ৮ শতাংশ থেকে একটি ভোট বেশি পেতে হবে। এর কম হলে জামানত বাজেয়াপ্ত হবে।