খাগড়াছড়ি-রাঙ্গামাটির ২৭ কেন্দ্রে একটি ভোটও পড়েনি

63

॥ বিশেষ প্রতিবেদক ॥
দ্বাদশ সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ আসনের ১৯টি এবং রাঙ্গামাটি ২৯৯ আসনের ৮টি মোট ২৭টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি। নির্বাচনের সারাদিন এসব কেন্দ্রে কোনো ভোটার যাননি।
রোববার (৭ জানুয়ারি) ভোট গ্রহণ শেষে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অঞ্জন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
অঞ্জন দাশ জানান, জেলার পানছড়ি উপজেলার ২৪ কেন্দ্রের ১১টিতে শূন্য ভোট এবং দক্ষিণ লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ভোট পড়ে।
দীঘিনালা উপজেলায় ৩টি কেন্দ্র ভোটশূন্য গেছে। আরও ৫টি কেন্দ্রে সব মিলিয়ে ১৮ জন ভোটার ভোট দিয়েছেন।
লক্ষীছড়িতে ১২ কেন্দ্রের ৫টিতেই ভোট পড়েনি। এরমধ্যে বর্মাছড়ি ইউনিয়নের ৪টি ও সদর ইউনিয়নের ১টি কেন্দ্র আছে।
স্ব স্ব উপজেলায় নির্বাচনী ফলাফল ঘোষণা কেন্দ্রে এই তথ্য জানানো হয়। তবে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এখনও এ বিষয়ে কথা বলেননি।
অন্যদিকে রাঙ্গামাটির কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়ন ৩টি কেন্দ্র ও বাঘাইছড়ি উপজেলার দুই ইউনিয়ন সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের দুর্গম ৫টি কেন্দ্রে কোন ভোট পরেনি। ফলাফল শূন্য।
ভোট কেন্দ্র সমূহ হলো- রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের নাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়; ওই কেন্দ্রের ভোটার সংখ্যা ৭৭৫। ঘাগড়া ইউনিয়নের বর্মাছড়ি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়; ওই কেন্দ্রের ভোটার সংখ্যা ১৬৬৫। পানছডি উচ্চ বিদ্যালয়; ওই কেন্দ্রের ভোটার সংখ্যা ২০২৬। কাউখালী ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার রক্তিম চক্রবর্তী শূন্য ভোটের বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, সাজেক-১. নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়-০, ২. ভাই বোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-০, ৩. তুইছুই সরকারি প্রাথমিক বিদ্যালয়-০, ৪. শিয়ালদাহলুই সরকারি প্রাথমিক বিদ্যালয়-০, বঙ্গলতলী ইউনিয়নের ১. বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়-০। এছাড়া সাজেকের বাকি ৩টি কেন্দ্র বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়-৬ ভোট, কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়-৩, মাচালং মিলন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩ ভোট পড়েছে।
অভিযোগ রয়েছে, পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ (প্রসীত) গ্রুপ ভোট বর্জনের কারণে ইউপিডিএফ অধ্যুষিত এলাকাগুলোতে ভোটার উপস্থিতি দেখা মেলেনি। আওয়ামী লীগের অভিযোগ, সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে না আসতে বাধ্য করেছে ইউপিডিএফ।