॥ রুমা প্রতিনিধি ॥
বান্দরবানের রুমায় অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলো থেকে ফলাফল পাওয়া গেছে। উপজেলার চারটি ইউনিয়নে ১৮টি ভোট কেন্দ্রে নৌকার প্রতীকে বীর বাহাদুর উশৈসিং পেয়েছেন ১০৩৫৪ ভোট ও তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের এটিএম সহিদুল ইসলামের প্রাপ্ত ভোট- ৫৩৭।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যমতে, রুমা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে- আওযামীলীগের মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং নৌকার প্রতীকের প্রাপ্ত ভোট-১৫৭২ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের এটিএম শামসুল ইসলাম পেয়েছেন-১০৬ ভোট। বেথেল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে- নৌকার প্রতীকের প্রাপ্ত ভোট- ৫০২ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের-৩৯ ভোট। পাইন্দু হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে- নৌকার প্রতীকের প্রাপ্ত ভোট- ৫০৪ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের ভোট -১৩। চান্দা হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে-নৌকার প্রতীকের প্রাপ্ত ভোট- ৪৯৫ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের ভোট -১৮। কংগো পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে-নৌকার প্রতীকের প্রাপ্ত ভোট- ২৯৯ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের ভোট-১৬। আরথা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে-নৌকার প্রতীকের প্রাপ্ত ভোট-৪৯৮ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রাপ্ত ৩০ভোট, মুলপি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে-নৌকার প্রতীকের প্রাপ্ত ভোট-৭৩৪ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের ১৬ভোট, নিয়াংক্ষ্যং পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে-নৌকার প্রতীকের প্রাপ্ত ভোট- ৪৬৯ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মাত্র ৪ ভোট, বগামুখ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকার প্রতীকের প্রাপ্ত ভোট-৫৭৯ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের ভোট- ৪৭, ফুংআলহ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে- নৌকার প্রতীকের প্রাপ্ত ভোট- ৬০৪ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের ৮০ভোট, পলিকা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে-নৌকার প্রতীকের প্রাপ্ত ভোট-৮৯৯ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক-৩৭ভোট, নুনথিয়ার হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে-নৌকার প্রতীকের প্রাপ্ত ভোট ২৯৭ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের ২০ভোট, পাকনিয়ার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে- নৌকার প্রতীকের প্রাপ্ত ভোট ১৬ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের শূণ্য ভোট, চিংলক পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে-নৌকার প্রতীকের প্রাপ্ত ভোট ৮৮৫ ও জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের ২৫ ভোট, যথুরাম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে-নৌকার প্রতীকের প্রাপ্ত ভোট- ৪৪৭ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রাপ্ত ভোট-২৯, পান্তলা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকার প্রতীকের প্রাপ্ত ভোট- ৩৫৫ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের ১১ভোট, পান্তলা হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকার প্রতীকের প্রাপ্ত ভোট- ৩৮৫ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক ১১ভোট, কালা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে-নৌকার প্রতীকের প্রাপ্ত ভোট ৮৩১ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক ৩৫ভোট।
রুমা উপজেলায় চারটি ইউনিয়নের ২১ হাজার ৮৫৮ জন ভোটার রয়েছে। তার মধ্যে কাস্টিং-১১১২৮ ভোটের মধ্যে নষ্ট হয়েছে-২৩৬ ভোট এবং মোট বৈধ ভোট হচ্ছে-১০৮৯১ ভোট।