বান্দরবানের থানচিতে বিশাল ব্যবধানে নৌকার জয়

425

॥ চহ্লামং মারমা, থানচি ॥
বান্দরবান জেলা ৩০০নং আসনে থানচি উপজেলার ১৪টি কেন্দ্রে কোথাও অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এতে বেসরকারীভাবে উপজেলা ভোট কাষ্টিং ১০ হাজার সাতশত চৌদ্দ, বাতিল ১৭৭ ভোট, লাঙ্গল প্রতীকের ৬৭৬ ভোট আর নৌকা প্রতীক ৯৮৬১ পেয়ে বিপুল ভোটে বিজয়ী ঘোষনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মামুন ।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, থানচি উপজেলার ভোট অবাধ, নিরপেক্ষ, সুস্থ, সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে থানচিতে ব্যাপক উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন উপলক্ষ্যে রোববার (৭ জানুয়ারী) সকালে প্রচুর শীত উপেক্ষা করে সকাল ৮টায় ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়েছে। ৪টা নাগাদ ভোট গ্রহণ শেষ হয়। উপজেলায় ১৪টি ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ছিলো ১৭ হাজার ৬৬৬ জন। তা মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ২৪৫ জন মহিলা ভোটার-৮৩২১ জন।
সরেজমিনে গিয়ে দেখা যায় যে, থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ে এ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা- ১ হাজার ৫ শত ১০ভোট। এখানে মোট কাস্টিং ভোট- ৬৩০ ভোট। এ কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং পেয়েছে- ৫ শত ৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীক পেয়েছে ৭৯ ভোট। বাতিল হয়েছে ২০ ভোট।
এদিকে অপর কেন্দ্র উপজেলা সদরের থানচি হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছে, ১ হাজার ২ শত ৮৪ জন। এখানে ভোট কাস্ট হয়েছে-৭৭৬ ভোট। এ কেন্দ্রে নৌকা প্রতীক পেয়েছে- ৭৪১ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছে- ২৮ ভোট। বাতিল হয়েছে ৭ ভোট।
এছাড়া অন্যান্য ভোট কেন্দ্রে ঘুরে দেখা গেছে কঠোর নিরাপত্তার ও পাহাড়ি জনপদে ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মামুন রবিবার রাত ৮টায় উপজেলা কন্ট্রোল কক্ষের ফলাফল ঘোষনা সময় সহকারী কমিশনার ভূমি শেটু কুমার বড়ুয়া, জেলা সহকারী পুলিশ সুপার এ এস পি মো: ছালাউদ্দিন, ৩৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী এ্যামদাদুল রহমান, নির্বাচন কর্মকর্তা আবদুল হামিদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জসিম উদ্দিনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।