॥ শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ॥
নাইক্ষ্যংছড়ি উপজেলায় সদর ইউনিয়নের ভোট কেন্দ্র গুলোতে সহিংসতা ছাড়া অবাদ সুষ্ঠু নির্বাচন চলছে।
রবিবার (৭ জানুয়ারী) সকাল ৮টা থেকে ১১টায় ইউনিয়নের ভোট কেন্দ্র গুলোতে দেখা যায়, নাইক্ষ্যংছড়ি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মহিলা ভোটাররা সুশৃঙ্খল ভাবে লাইনে দাড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে। পুরুষ ভোটেরাও স্বতস্ফুর্ত ভাবে ক্রমন্বয়ে ভোট দিয়ে যাচ্ছে।
উক্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ড, এনামুল হক জানান, সকাল থেকে ভোটাররা উৎসাহ উদ্দিপনার মাধমে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। উক্ত কেন্দ্রে কোথাও কোন ধরনের সহিংসতা নেই বলেও তিনি জানান।
এদিকে সদর ইউনিয়নের তাংগারা বিছামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেখা যায়, চিহ্নিত জামায়াত সর্মথিত বেশ কয়েকটি পরিবারের ভোটার সদস্যদের লক্ষ করা গেছে। তাদের মধ্যে একজন ৮০-৮৫ বছর বয়সী মোজ্জামেল হক সিকদার জানান, আমি বঙ্গবন্ধু আমলে রাজনীতিতে সক্রিয় ছিলাম এবং মুক্তিযুদ্ধাদের অনেক সহযোগিতাও করেছি। সন্তানেরা জামায়াত-শিবির রাজনৈতিকের সাথে জড়িত ছিল বিদায় এতো দিন তাদের কথায় চলতে হয়েছে। এবারে তারা কোন প্রকার বাঁধা বা চাপসৃষ্টি করে নাই। সেই সুযোগে ভোট দিতে আসলাম, তবে কোথায় ভোট দেবো তা মুটেও বলা যাবে না।
উক্ত কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ডা: প্রবীর দেব জানান, সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড ও ৩নং ওয়ার্ডে সকাল থেকে মহিলা ভোটাররা উৎসব মুখরিত ভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। এখানে ভোটারদের হৈ হুল্লা ছাড়া কোন প্রকার সহিংসতার আভাস পাওয়া যাচ্ছে না। সুশৃঙ্খল ভাবে ভোট চলছে।