খাগড়াছড়ির দীঘিনালায় এডিসির গাড়িতে দুষ্কৃতকারীদের হামলা

74

॥ দীঘিনালা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির দীঘিনালায় নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে খাগড়াছড়ির জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. জোনায়েদ কবির সোহাগের গাড়িতে হামলা করেছে দুষ্কৃতকারীরা।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি জেলা সদর থেকে দীঘিনালা উপজেলায় যাওয়ার পথে জামতলী বাঙালি পাড়া নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় এডিসি মো. জোনায়েদ কবির সোহাগের গাড়ির পিছনের কাঁচ ভাঙলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিক কেউ জানাতে পারেনি।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা দিয়ে উপজেলায় নিয়ে এসেছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভাল রয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাগড়াছড়ি জেলা সদর থেকে দীঘিনালা উপজেলায় যাওয়ার পথে জামতলী বাঙালি পাড়া নামক স্থানে অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতকারীরা হামলার ঘটনা ঘটায় এতে গাড়ির কাঁচ ভেঙ্গে যায়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।