রাঙ্গামাটিতে নৌকার সমর্থনে শেষ মূহুর্তের প্রচারণা রুপ নিলো জনসমুদ্রে

93

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে ৭ ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নৌকার সমর্থনে বিকেলে শেষ মূহুর্তের প্রচারণায় বনরুপায় বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। আর এই পথসভাটি জনসমুদ্রে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের বনরুপা এলাকায় ৭ ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মো: সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে ও জেলা যুবলীগ যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এবং ২৯৯নং সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ঝিনুক ত্রিপুরা, সদস্য আশিষ কুমার চাকমা নব, আবু তৈয়ব, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সৈয়দ, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, যুগ্ন সম্পাদক বিপুল ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা চম্পা চাকমা, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পথসভায় নেতৃবৃন্দরা পার্বত্য জেলা রাঙ্গামাটি জেলার উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।