জুরাছড়ি আ’লীগ প্রচারনার শেষ সময়ের আগ পর্যন্ত প্রচারনায় ব্যস্ত নৌকার সমর্থকরা

173

॥ সুমন্ত চাকমা, জুরাছড়ি ॥
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য করা রয়েছে। তাই নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে নির্বাচনি প্রচারণা। জুরাছড়ি উপজেলায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (ছড়ি প্রতীক) অমর কুমার দে ও তৃণমূল বিএনপির প্রার্থী (সোনালী আঁশ) মিজানুর রহমানের সমর্থকদের তেমন একটা প্রচারনা দেখা না গেলেও নৌকায় বিপুল ভোটের জয়ের আশায় প্রচারনায় ব্যস্ততা দেখা গেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের।
আওয়ামী লীগের সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রর্বতক চাকমা এবং জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমার নেতৃত্বে তৃণমূল পর্যায়ে নৌকা বিপুল ভোটে জয় যুক্ত করতে মাঠে দিন রাত দৌড়যাপ করেছে। তাদের সাথে বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমাসহ সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের ঘরে ঘরে গিয়ে প্রচারনা চালিয়েছে।
উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জুরাছড়ি উপজেলায় মোট ভোটার ১৮ হাজার ৬৭৮ জন। তার মধ্যে জুরাছড়ি ইউনিয়নে ৬ হাজার ৪৩০ জন, বনযোগীছড়া ইউনিয়নে ৪ হাজার ৩৬০ জন, মৈদং ইউনিয়নে ৩ হাজার ৫২১ জন এবং দুমদুম্যা ইউনিয়নে ৪ হাজার ৩৬৭ জন ভোটার রয়েছে।
দীপংকর তালুকদারের জুরাছড়ি নির্বাচনী কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও জুরাছড়ির প্রধান এ্যাজেন্ট জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে তথা পার্বত্য চট্টগ্রামে যে উন্নয়নের ধারা বাহিকতা চলমান রয়েছে, সাধারণ জনগণ সুনিশ্চিত আগামী শান্তি ও উন্নয়নের ধারা অবহ্যত রাখতে নৌকা জয় যুক্ত করবে।
আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা বলেন, বর্তমান পর্যন্ত ভোটারদের উৎসাহ উদ্দীপনায় আশা করা যায় এবার বিপুল ভোট উপহার দেবে নৌকার মাঝিকে।
সব ভোটার যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেজন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ বিল্লাল মেহেদী বলেন, উপজেলার দুর্গম এলাকার কেন্দ্র গুলোতে ইতি মধ্যে ভোটের সরঞ্জাম ও ভোট গ্রহন কর্মকর্তাদের হেলিকপ্টারে পাটানো হয়েছে। বাকী ৬টি কেন্দ্রে শনিবার (৬ জানুয়ারি) দুপুর ২ টার মধ্যে স্ব স্ব কেন্দ্রে পৌঁছে যাবে।