খাগড়াছড়িতে সনাতন ছাত্র-যুব পরিষদ সদর কমিটির উদ্দ্যেগে সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

564

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
মহান বিজয় দিবস উপলক্ষে সনাতন ছাত্র-যুব পরিষদ সদর কমিটির উদ্দ্যেগে সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ও খেলার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে সদর সনাতন ছাত্র-যুব পরিষদের সভাপতি নয়ন আচার্য্যরে সভাপতিত্বে রুখই চৌধুরী পাড়া, বৌদ্ধ মন্দিরে পিছনে উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান হাজী মো. শানে আলম। স্বাগত বক্তব্য রাখেন, সদর যুব পরিষদের সাধারণ সম্পাদক তুষার আচার্য্য।
এতে আরো উপস্থিত ছিলেন, জম্মষ্টমী উদযাপন পরিষদের খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, যুব পরিষদের স্থায়ী কমিটি সদস্য ধনা চন্দ্র সেন, কেন্দ্রীয় সনাতন ছাত্র-যুব পরিষদের সভাপতি স্বপন ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক লিটন ভট্টাচার্য্য রানা, সাংগঠনিক সম্পাদক পায়েল দাশ প্রমুখ। এসময় সংগঠনের সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠান ও সংগঠনের আয়োজিত খেলাকে প্রাণবন্ত করেছে।
এসময় বক্তারা বলেন, খেলাধুলার ফাঁকে সিনিয়র-জুনিয়র ও ব্যাচের বন্ধুদের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে একেকজন একেকভাবে সময় কাটান। বছরে দুবার সনাতন ছাত্র-যুব পরিষদ সদস্যরা প্রিয় বন্ধুদের কাছে পেয়ে বাঁধভাঙা প্রাণের উল্লাসে মেতে ওঠেন সবাই। জমে ওঠে হাসি, ঠাট্টা, গল্প আর আড্ডা।
সভায় বক্তারা আরো বলেন, খেলাধুলায় উপস্থিত বুদ্ধি বৃদ্ধি পায়, শারীরিক বৃদ্ধি স্বাভাবিক রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিকল্পনা, দূরদর্শিতা ও পড়াশোনার প্রতি যুবদের আগ্রহ জাগিয়ে তুলতে কয়েকজন মিলে একসাথে খেলার পরিবেশ অনেকখানি সাহায্য করে। পাশাপাশি সৃজনশীলতা ও কর্মক্ষমতা বৃদ্ধি করে। ক্রিকেট, ফুটবলের মতো ছুটাছুটি করার সুযোগ রয়েছে এমন খেলার মাধ্যমে শারীরিক কাঠামো মজবুত হয়। নানা ধরনের নৈপুণ্য, দক্ষতা আয়ত্তে আসে।খেলাধুলার মাধ্যমে যুবকদের পড়াশুনা, আচার-আচরন, বুধিমত্তাতে এগিয়ে থাকে। সকলের সাথে মিলেমিশে খেললে সামাজিক আচরন, সম্পর্ক দৃঢ় হয়। কল্পনাশক্তি, রোগ-প্রতিরোধ ক্ষমতা, চিন্তাশক্তি বাড়াতে সাহায্য করে। শারীরিক কার্যক্রম শুধু সনাতন ছাত্র-যুব পরিষদ মানবিক কাজ গুলি করে সাখা জেলাতে সারা জাগানো প্রোগ্রাম সেজন্য এই সংঠনের আসতে আনন্দ পাই।
সনাতন ছাত্র-যুব পরিষদ সদর কমিটির উদ্দ্যেগে সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে এতে সদরের ১৫টি দল অংশ গ্রহন করেন।