দীঘিনালায় ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে বিএনপি’র লিপলেট বিতরন

54

॥ দীঘিনালা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালায় বাংলাদেশ জাতীয়বাবাদী দল (বিএনপি) কেন্দ্রে ঘোষিত ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা লিপলেট বিতরন করেছে।
শুক্রবার সকালে দীঘিনালা উপজেলায় বিভিন্ন এলাকায় ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে লিপলেট বিতরন করেন উপজেলা বিএনপি‘র সাধারন সম্পাদক মো: জয়নাল আবেদীন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই সমসয় উপস্থিত ছিলেন, বোয়ালখালী ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো: সেলিম মিয়া, বোয়ালখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: জাহাঙ্গীর আলম প্রমূখ।
লিপলেট বিতরন কালে উপজেলা বিএনপি‘র সাধানর সম্পাদক মো: জয়নাল আবেদীন বলেন, বর্তামান সরকারের অবৈধ নির্বাচন, অবৈধ তফসিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রত্যাখ্যান করেছে। তাই সাধারণ জনগণকে বলছি, ডামি নির্বাচন বর্জন করুন বাংলাদেশকে রক্ষা করুন।