॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
কীর্তন, উপহার বিনিময়, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্টানের মধ্যে দিয়ে কাপ্তাই উপজেলা খ্রীষ্টান পল্লীতে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) থেকে শুরু হলো খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন এর বর্ণিল আয়োজন।
চন্দ্রঘোনা খ্রীষ্টান হাসপাতাল এর চিকিৎসক, ছাত্র-ছাত্রী, স্টাফ এবং খ্রীষ্টান পল্লীর অধিবাসীগণ এই প্রাক বড়দিন উৎসবে অংশ নেন। এই উপলক্ষে এদিন বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত নগর কীর্তন অনুষ্টিত হয়। নগর কীর্তনটি চন্দ্রঘোনা খ্রীষ্টান হাসপাতাল এবং চন্দ্রঘোনা কুষ্ট হাসপাতাল পরিভ্রমন করেন। এরপর সন্ধ্যা ৭টায় চন্দ্রঘোনা খ্রীষ্টান হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী স্টাফ ক্লাবে কেক কাটা, উপহার বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।
চন্দ্রঘোনা খ্রীষ্টান হাসপাতাল ও কুষ্ঠ হাসপাতাল এর পরিচালক ডাঃ প্রবীর খিয়াং অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে কেক কেটে বড়দিন এর অনুষ্ঠানের শুভ সুচনা করেন।
হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা: বিলিয়ম এ সাংমার সঞ্চালনায় এসময় চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের পালক রেভারেন্ড সখরীয় বৈরাগী, পাস্টর মি. স্টিফেন মিত্রসহ হাসপাতালের চিকিৎসক, স্টাফ, নার্স এবং মন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে রাত সাড়ে ১০টা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অন্ষ্ঠুান অনুষ্ঠিত হয়।