॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় বান্দরবান জেলা তথ্য অফিসের উদ্যোগে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মিজানুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পদ বড়ুয়া, সিনিয়র সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, মো. নুরুল আলম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা ও পরবর্তী প্রজন্মের কাছে তুলে তা ধরার ওপর গুরুত্বারোপ করেন। এসময় মুক্তিযুদ্ধের ওপর চলচ্চিত্র প্রদর্শন করাসহ একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মধ্যে পূজন দাস ১ম স্থান, দয়িতা ভট্টাচার্য্য ২য় স্থান, আকিয়ার ফারদীন ৩য় স্থান ও সায়মা সুলতানা মম ৪র্থ স্থান অধিকার করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা। এসময় অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।