॥ নিজস্ব প্রতিবেদক ॥
জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বনায়নে উপর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন, বনায়নের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি পশুপাখি, কীটপতঙ্গসহ বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবেও ভূমিকা রাখে। আর পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণ কমিয়ে আনতে সাহায্য করতে পারে বনায়ন। তাই আমাদেরকে এখনই সচেতন হতে হবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সকলকে একসাথে কাজ শুরু করতে হবে। তবেই আমরা সফল হব, ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যেতে পারব এক বাসযোগ্য পৃথিবী।
রবিবার (১৭ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি এ্যানেক্স বিল্ডিং কনফারেন্স হলে রাঙ্গামাটি জেলা পরিষদের আয়োজনে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত স্থানীয় সরকার উদ্যোগ প্রকল্পের জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদের সদস্য ও প্রকল্পের আহবায়ক রেমলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মঈনউদ্দীন মোঃ শিবলী নোমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ, জেলা পরিষদের সদস্য আসমা আক্তার, লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এ একে এম আজাদ রহমানসহ স্থানীয় হেডম্যান কার্বারী, সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্টানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রকল্পে উন্নত এবং অন্তর্ভুক্তিমুলক স্থানীয় পর্যায়ের পরিকল্পনা এবং স্থানীয় সরকারের মাধ্যমে সম্প্রদায় ভিত্তিক জলবায়ু পরিবর্তন অভিযোজন সমাধানের জন্য এক শক্তি শালী অর্থায়ন ব্যবস্থা করে থাকে।