শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙ্গামাটি প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা

86

॥ নিজস্ব প্রতিবেদক ॥
শহীদ বুদ্ধিজীবী দিবসের পটভূমি ইতিহাসের এক কালো অধ্যায়কে স্মরণ করিয়ে দেয়। শহীদ বুদ্ধিজীবী দিবসের ত্যাগ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা সবাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে এগিয়ে যাব।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুুপুরে রাঙ্গামাটি প্রেস ক্লাবের আয়োজনে মহান স্বাধীনতা যুদ্ধে প্রাণ উৎসর্গকারী জাতির শ্রেষ্ট সন্তান শহীদ বুদ্ধিজীবিদের প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা এই প্রতিপাদ্যে রাঙ্গামাটি প্রেস ক্লাবের মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, এস এম শামসুল আলম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পুলক চক্রবর্তী প্রমুখ।
সভায় বক্তারা আরো বলেন, ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছে তা নয়, যুদ্ধের শুরু থেকেই বাঙালী জাতিকে মেধা শূন্য করা এবং নতুন প্রজন্মের মন থেকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস চিরতরে মুছে দেওয়ার উদ্দেশ্য দেশের মেধাবী সন্তানদের হত্যা করেছে। বাঙ্গালি জাতীকে দমিয়ে রাখার এই প্রচেষ্টায় তারা সফল হতে না পারলেও বাঙ্গালি হারায় শত শত মেধাবী কর্ণধার। যে ক্ষতি কখনো পূরণের নয়।