॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে সাংবাদিক মোস্তফা কামালের ৫ম মৃত্যু বাষিকী উপলক্ষে স্মরণ সভা ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি সাংবাদিক মোস্তফা কামাল স্মরণ সভা পরিষদের আয়োজনে রাঙ্গামাটি প্রেসক্লাব মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, এস এম সামসুর আলম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক বরুন দেওয়ান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পেশাগত ক্ষেত্রে প্রত্যেকের মধ্যে একটা চাহিদা থাকলেও প্রয়াত সাংবাদিক মোস্তফা কামাল ছিলেন ভিন্ন প্রকৃতির একজন মানুষ। তার মধ্যে চাওয়া পাওয়া সংক্রান্ত স্বার্থজনিত কোন বিষয় লক্ষ্য করা যেত না। সে ছিল সম্পূর্ণ একজন নির্লোভ ও নিরহংকার একজন মানুষ। এই ধরনের মানুষ অকাল প্রয়াণ সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার মৃত্যুতে রাঙ্গামাটির মানুষ এক গুণী ব্যক্তিকে হারিয়েছে যা পূরণ হওয়ার কখনো সম্ভব না। সাংবাদিক মোস্তফা কামালকে রাঙ্গামাটির মানুষ চিরদিন মনে রাখবে।