বুদ্ধিজীবীদের হত্যা করেও বাংলাদেশকে দমিয়ে রাখা যায়নি-মোহাম্মদ মোশাররফ হোসেন খান

86

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বুদ্ধিজীবীদের হত্যা করেও বাংলাদেশকে দমিয়ে রাখা যায়নি বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। তিনি বলেন, পাকিস্তানীরা তাদের পারাজয় নিশ্চিত জেনে দেশের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা দেশে ফিরে এসে দেশ গঠনে হাত দেয়। তিনি বলেন, যে শহীদদের হত্যা করেছে তারা বেচে থাকলে জাতির পিতার দেশ গঠনে সহযোগিতার হাত বারাতে পারতো। ঘুরে দাঁড়ানো বাংলাদেশ বড় ধাক্কা খেয়েছিল ১৯৭৫ সালের ১৫ আগষ্ট। স্বাধীনতা বিরোধীরা জাতির পিতার পুরো পরিবারকে হত্যা করে দেশকে আবারো ধংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ দেশকে উন্নয়ন বিশ্বের কাতারে পৌছে দিয়েছে। পাকিস্তানের জনজন আজ তাদের রাষ্ট্রকে বাংলাদেশের মতো বানানোর জন্য তাদের সরকারকে বলছে। এটাই আমাদের গর্ব।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম ফেরদৌস ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের প্রধান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।