॥ রোয়াংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে বেংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণে অভিযোগে চশৈপ্রু মারমা (৪৫) নামে এক যুবকে বুধবার (৬ ডিসেম্বর ২৩) বেংছড়ি পাড়া থেকে আটক করেছে পুলিশ। আটকৃত ব্যক্তি হলেন ১নং রোয়াংছিড় সদর ইউনিয়নে ৪নং ওয়ার্ড বেংছড়ি পাড়া বাসিন্দা মৃত: আপ্রুমং মারমা ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ভিকটিমের বয়স মাত্র ১১বছর এবং বেংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর পড়েন। শিশুটি চশৈপ্রু মারমা কাছে দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার হয়ে আসছে।
জানা যায়, ভিকটিমের মাও একজন অসহায় মানসিক ভারসাম্যহীন ও প্রতিবন্ধী। ভিকটিমকে ভয় দেখিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করছে বলে এমন অভিযোগ পাওয়া গেছে। শেষ ধর্ষণ হিসেবে গত ২২ নভেম্বর ধর্ষণে শিকার হন। ভিকটিমের অবস্থায় খারাপ দেখতে পেয়ে ভিকটিমের মাসি জিজ্ঞেস করলে জানতে পারে শিশুটি ধর্ষিত হয়েছে। ভিকটিমের বড় ভাই কলেজে পড়ুয়া নুমংচিং মারমাকে অবগত করলে ঘটনাটি জানতে পেয়ে রোয়াংছড়ি থানায় মামলা করেছেন।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম স্বীকার করে বলেন, ধর্ষণে ঘটনা অভিযোগ পেয়ে অভিযুক্তব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।