॥ দিলীপ কুমার দাশ, বাঘাইছড়ি ॥
বাঘাইছড়িতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠানে স্বচ্ছতা আনয়নে এবং দুর্নীতি প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে কাচালং সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিষয়টির উপর বিশেষ গুরুত্বারোপ করেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আক্তার। বিশেষ অতিথিরা ছিলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার এবং মূখ্য আলোচক ছিলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো: জাহেদুল আলম।
সভায় বক্তারা বলেন, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের দক্ষতা উন্নয়নসহ শুদ্ধাচার সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে শুদ্ধাচার চর্চার উপর বিশেষ গুরুত্বারোপ করে এই বিষয়ে সরকারের গহীত পদক্ষেপের উপর গুরুত্বারোপ করেন বক্তারা।
কাচালং সরকারী কলেজের প্রভাষক মীর কামাল হোসেন পরিচালিত মতবিনিময় সভায় কলেজের শিক্ষক-শিক্ষাকাসহ শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।