॥ সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ॥
বিলাইছড়িতে পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ৮টায় বাংলাদেশ সেনাবাহিনী বিলাইছড়ি সেনা জোন এর আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তন হতে একটি র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার ও শিল্পকলা একাডেমি হয়ে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।
পরে হলরুমে এক সভায় বক্তব্য রাখেন ৩২ বীর বিলাইছড়ি সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রিফায়েত করিম চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিফাত উদ্দিন, বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকতার হোসেন, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল) এবং ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।
এছাড়াও দিবসটি উপলক্ষে সেনা জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও বিকেলে ভলিবল খেলা আয়োজন করা হয়েছে।