কাপ্তাই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ওয়াগ্গা মৌজা ৪-০ গোলে জয়ী

90

॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওয়াগ্গাছড়া জোন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলা নারানগিরি মৌজা বনাম ১০০নং ওয়াগ্গা মৌজার মধ্যে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) খেলায় ওয়াগ্গা মৌজা ৪-০ গোল জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে লিটন কুমার নাথ ২টি এবং শাহাদাত হোসেন ১টি ও বাঁধন ১টি করে গোল করেন। সেরা খেলোয়াড় নির্বাচিত হন লিটন কুমার নাথ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর লতিফুল বারী, মেকিকেল অফিসার ক্যাপ্টেন ডাঃ সুষ্মিত শোভন দাশ, সহকারি পরিচালক মফিজুল ইসলাম এবং রাঙ্গামটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াগ্গাছড়া মৌজার হেডম্যান অরুন তালুকদার, ভার্য্যাতলী মৌজার হেডম্যান থোয়াইঅং মারমা, রাইখালী মৌজার হেডম্যান কিংশুক, রাইখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ সেলিম, উপজেলা ক্রীড়া সংস্থার সিনিয়র যুগ্ম সম্পাদক মাকছুদুর রহমান বাবুল এবং রূপসী কাপ্তাই পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন। খেলা পরিচালনা করেন ৪১ বিজিবির হাবিলদার মনিরুল ইসলাম। সহযোগিতায় ছিলেন সৈনিক মোঃ হাবিবুর রহমান এবং মোঃ মুরাদ হোসেন। ধারাভার্ষে ছিলেন নায়েক মোঃ সুলতান মাহমুদ ও ল্যান্স নায়েক মোঃ মোতালেব হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা বলেন, এই খেলার মধ্যদিয়ে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সেমি ফাইন্যাল খেলা সম্পন্ন হয়েছে। ডিসেম্বর মাসের ১ম সপ্তাহে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।