॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির শতবর্ষ প্রাচীন মন্দির শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমে শুরু হয়েছে চারদিনব্যাপী রাস মহোৎসব ও রাসপূর্ণিমা মেলা। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব এই ‘রাস উৎসব’। প্রতি বছর অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় এ রাস উৎসব।
রবিবার রাতে গৌর নিতাই আশ্রমে মহানাম সংকীর্তনের অধিবাস, উলুধ্বনি, ধূপ আর পূজার নৈবেদ্যতে সূচনা হয় রাস মহোৎসবের ।
অনুষ্ঠানার মধ্যে রয়েছে, অষ্টপ্রহর ব্যাপী মহানাম সংকীর্তন, লীলা প্রদর্শনী ও মহাপ্রসাদ আস্বাদন। এছাড়া মাঠে বসেছে রাসপূর্ণিমা মেলা। রাস মহোৎসবকে ঘিরে মন্দিরে ও মেলায় বেড়েছে লোক সমাগম। বিশ্বমানবতার কল্যাণ ও শান্তি কামনায় এ মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে বলে জানান আয়োজকরা। আগামী ২৮ নভেম্বর ভোরে শেষ হবে এ রাস উৎসব।