বান্দরবান আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন শহিদুল ইসলাম

79

॥ বান্দরবান সংবাদদাতা॥
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবান-৩০০ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন বান্দরবান লামা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এটি এম শহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন বলে জানা গেছে।
মনোনয়ন পত্র সংগ্রহের সত্যতা নিশ্চিত করে এটি এম শহিদুল ইসলাম জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি থেকে বান্দরবান-৩০০ নম্বর আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত নির্বাচনের প্রচারণায় মাঠে থাকবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, এর আগে গত শনিবার (১৮ নভেম্বর) দুপুরে বান্দরবান আসনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ। এরপর সোমবার (২০ নভেম্বর) কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থেকে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মুজিবর মনোনয়নপত্র সংগ্রহ করেন।