॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দূর্গম সাজেক উদয়পুর সীমান্ত সড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে ঘটনাস্থলে চালক মনু মিঞার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে সীমান্ত সড়কের ছয়নাল ছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বলেন, উদয়পুর নামক সীমান্ত সড়কে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হয়। এ ঘটনায় ট্রাকের হেলপার গোলজার আহম্মেদ গুরুতর আহত হয়েছে। নিহত ট্রাক চালক চকরিয়া থানার ফাইস্যাছড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্যরা নিহত ও আহত হেলপার গোলজার আহম্মেদকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত হেলপারের চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।