রাঙ্গামাটির বরকল উপজেলার ধর্মগিরি বন কুঠিরে কঠিন চীবর দান সম্পন্ন

518

॥ মিকেল চাকমা, রাঙ্গামাটি ॥
রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার ২নং বরকল ইউনিয়নের ধর্মগিরি বন কুঠির কুসুমছড়ি (নোয়াদাম) এ ৪র্থ বারের মত শুভ দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে।
২০ ও ২১ নভেম্বর ২দিনের কর্মসূচির মধ্যে সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ফিতা কেটে বেইন ঘর উদ্বোধন করেন, সুবলং শ্রাবস্তী বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘসার মহাস্থবিরও উপস্থিত ভিক্ষু সংঘ। এরপর পূর্ণাথীরা পঞ্চশীল গ্রহণ করে এবং মৈত্রী ভাবনা করে।
মৈত্রী ভাবনা শেষে অষ্ট পরিষ্কার দানোৎস্বর্গ করা হয়। রাত নয়টার দিকে বেইন কর্মীরা সুতা দিয়ে বেইন তৈরি ও রাতব্যাপী বেইন বুনন করে।
মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টায় জয় “জয় বুদ্ধ পতাকা” সংগীতের মাধ্যমে বৌদ্ধ পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯টায় শিল্পী জোনাকি চাকমার কন্ঠে উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে ১ম পর্ব অনুষ্ঠান শুরু হয়। এরপর পঞ্চশীল গ্রহন, মৈত্রী ভাবনা, দানোৎস্বর্গ করা হয়। পরে ধর্মদেশনা প্রদান করেন যমচুগ বনাশ্রম ভাবনাকেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ কল্যাণজ্যোতি মহাস্থবির ও জ্ঞানধর্ম ভিক্ষু। দেশনা প্রদান শেষে সকাল পর্ব অনুষ্টান শেষ হয়।
শোভাযাত্রা সহকারে চীবর প্রদক্ষিন শেষে দুপুর দেড়টায় উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে ২য় পর্বের অনুষ্ঠান শুরু হয়। এরপর পঞ্চশীল গ্রহণ, মৈত্রী ভাবনা, চীবর দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান পিন্ডুদান, রাজবন বিহারে বিশ্বশান্তি প্যাগোডা নির্মাণে অর্থ দান উৎসর্গ করা হয়।
ধর্ম প্রাণ দায়ক দায়িকাদের উদ্দেশ্যে ধর্মদেশনা প্রদান করেন, শ্রীমৎ সংঘসার মহাস্থবির অধ্যক্ষ সুবলং শ্রাবস্তী বন বিহার, শ্রীমৎ জ্ঞানালোক স্থবির, রাজবন বিহার, ধর্মগিরি বন কুঠিরের অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধজ্যোতি ভিক্ষু।
এছাড়াও স্বাগত বক্তব্য প্রদান করেন, ধর্মগিরি বন কুঠিরের পরিচালনা কমিটির সভাপতি বিমল কান্তি চাকমা (কারবারি)। এতে সংঘপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন সুবলং শ্রাবস্তী বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘসার মহাস্থবির।
এছাড়াও উপস্থিত ছিলেন, যমচুগ বনাশ্রম ভাবনাকেন্দ্রের বিহার অধ্যক্ষ শ্রীমৎ কল্যাণজ্যোতি মহাস্থবির, শ্রীমৎ মহিন্দ মহাস্থবির, শ্রীমৎ জ্ঞানলোক স্থবির, শ্রীমৎ বিপসসী স্থবির, শ্রীমৎ বিনয় লংকার স্থবির, শ্রীমৎ আর্যলোক স্থবির, ধর্মগিরি বন কুঠিরের অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধজ্যোতি ভিক্ষুসহ প্রায় ৪০জন ভিক্ষু-শ্রামণ উপস্থিত ছিলেন। এছাড়াও দুর দুরান্ত থেকে আগত শত-শত পূর্ণাথীরা উপস্থিত ছিলেন।