খাগড়াছড়ি জেলায় শিক্ষা সহায়তা ব্যবস্থাপনা ও উপবৃত্তি বাস্তবায়ন বিষয়ক ভার্চুয়াল কর্মশালা

66

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলায় প্রধানমন্ত্রীর শিক্ষা কল্যাণ ট্রাষ্ট্রের উদ্যোগে “শিক্ষা সহায়তা ব্যবস্থাপনা ও উপবৃত্তি বাস্তবায়ন” বিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) সকালে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরকারের অতিরিক্ত সচিব ও ট্রাষ্ট্রের পরিচালক কাজী দেলোয়ার হোসাইন। কর্মশালার শুভ উদ্বোধন করেন, ট্রাষ্ট্রের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব স্মৃতি কর্মকার।
ভার্চুয়াল কর্মশালা কর্মশালায় খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাজমুন আরা সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিনসহ জেলার উপজেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সাংবাদিকগণ অংশ নেন।
কর্মশালার বক্তারা বলেন, ২০১০ সালের ২০ এপ্রিল ট্রাষ্ট্র গঠন হলেও ২০১৪ সালের ১৪ এপ্রিল এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বক্তারা বলেন, দরীদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সাপোর্ট দেয়া ও নারী শিক্ষার্থীদের এগিয়ে নেয়ার জন্য এই ট্রাস্ট্র গঠন করা হয়। এই ট্রাষ্ট্রের মাধ্যমে শিক্ষা, চিকিৎসা এবং গবেষণার ক্ষেত্রের ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত সহয়তা প্রদান করা হয়। এছাড়াও দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদেরও এই সহয়তা দেয়া হয়।
পুরো দেশে সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা ৫৪ লক্ষ এবং পার্বত্য অঞ্চলে শতকরা ৯০ ভাগ শিক্ষার্থীকে এই উপবৃত্তি সহায়তা দেয়া হচ্ছে বলেও জানানো হয়।