॥ নিজস্ব প্রতিবেদক ॥
যুবলীগের নেতা-কর্মীদের জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিন বলেন, সংগঠনকে শক্তিশালী করে আদর্শ ভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। সবসময় মনে রাখতে হবে, আমাদের রাজনীতি যাতে দেশের মানুষের কল্যাণের জন্য হয়, কারণ সেটিই সঠিক রাজনীতি।
শনিবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় রাঙ্গামাটি জেলা যুবলীগের উদ্যোগে ডজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিপাদ্যে পৌরসভা প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যাালী ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মো: জমির উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা, অর্থ সম্পাদক মো: ছলিম উল্ল্যাহ সেলিম, সদস্য আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, জেলা কৃষকলীগ সভাপতি মো: জাহিদ আকতার, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো: শাওয়াল উদ্দিন, সাধারন সম্পাদক মো: শাহজাহান, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক লেখিকা চাকমা, জেলা ছাত্রলীগের সভাপতি মো: আব্দুল জব্বার সুজন, সাধারন সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।
রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার এমপি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। সভায় প্রধান অতিথি আগামী সংসদ নির্বাচনে যুবলীগ বিগত দিনের মতো ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত্ব আহ্বানসহ যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী সফলতা কামনা করেন।
যুব সমাবেশের আগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
যুব সমাবেশে জেলা-উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভা শেষে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।