রাঙ্গামাটি জেলা পুুলিশি অভিযানে সড়ক দূর্ঘটনায় পালিয়ে থাকা ঘাতক বাস চালক গ্রেফতার

674

॥ মিকেল চাকমা, রাঙ্গামাটি ॥
রাঙ্গামাটি ভেদভেদী এলাকায় বাসের চাপায় সিএনজির ভিতরে থাকা ২ জন যাত্রী নিহত ও ৪ জন যাত্রী আহতের ঘটনায় পলাতক থাকা বাসের চালক নুরুল আবছারকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে রাঙ্গামাটি পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে আটকের ঘটনা নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মারুফ আহমেদ।
প্রেস ব্রিফিং এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ নেওয়াজ রাজু, সদর সার্কেল জাহিদ হোসেন, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও ইলেকট্রনিক প্রিন্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মারুফ আহমেদ বলেন, গত ৪ঠা নভেম্বর দুপুর ২:১৫ টায় রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন ভেদভেদীস্থ জেলা আনসার-ভিডিপি কার্যালয়ের নিকটে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের পাশে যাত্রীসহ দাঁড়িয়ে থাকা সিএনজি চালতি ট্যাক্সি (রাঙ্গামাটি থ-১১-০৭৬৫)কে চট্টগ্রাম হতে রাঙ্গামাটি অভিমুখে বেপরোয়া গতিতে আসা বাস (চট্টমেট্টো-জ-১১-০০১৮, খাজা গরীবে নেওয়াজ) পিছন থেকে সজোরে ধাক্কা দেয়।
এতে সিএনজি ট্যাক্সিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্যাক্সিতে থাকা চালক পিন্টু চাকমা (২২) এবং যাত্রী গুরি মালা চাকমা (৩৫) ফড়ি চাকমা (৫০), রিকন চাকমা(৩০), রিপন চাকমা (৪০), ও পরি চাকমা (৪০) গুরুতর আহত হয় এবং ১ জন বাসের যাত্রী নাজিম উদ্দীন (৫০) আহত হয়।
আহতদেরকে তৎক্ষনাৎ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় কর্তব্যরত চিকিৎসক গুরিমালা চাকমা (৩৫), স্বামী-মানিক চাকমা এবং ফড়ি চাকমা (৫০), স্বামী-সোনা মনি চাকমাদেরকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অন্যান্যদের মধ্যে রিকন চাকমা (৩০), রিপন চাকমা (৪০), ও পরি চাকমা (৪০), দেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাঙ্গামাটি জেলা পুলিশের এ্যাম্বুলেন্স যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার পরপর বাস চালক নুরুল আবছার, পিতা: কবির আহাম্মদ, সাং-পূর্ব কোদালা, থানা-রাঙ্গুনিয়া, জেলা:-চট্টগ্রাম নিজেকে গ্রেফতার এড়ানোর জন্য আত্নগোপনে চলে যায়। বাস চালক’কে গ্রেফতার করার জন্য রাঙ্গামাটি জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
পরবর্তীতে বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তথ্য প্রযুক্তির ব্যবহার করে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি)’র একটি টিম, সাইবার ক্রাইম মনিটরিং সেল এবং কোতয়ালী থানা পুলিশের সহায়তায় চট্টগ্রাম পাঁচলাইশ থানধীন জামিয়াতুল সুন্নিয়া মাদ্রাসা এলাকা হতে অভিযান পরিচালনা করে বাস চালক নুরুল আবছারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কোতয়ালী থানার মামলা নাম্বার-৬ তারিখ ০৮/১১/২০২৩ খ্রি: ধারা সড়ক পরিবহন আইনে ২০১৮ এর ৭২/৭৫/৯৮/১০৫ মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে বাসের মালিকসহ ব্যবস্থা নেওয়া হবে।