॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির ১১টি প্রতিষ্ঠান ও ব্যাক্তিকে আর্থিক অনুদান দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে অনুদান বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহ্তাশিম হায়দার চৌধুরী।
এ সময় খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর ইমরোজ মুনীর ও জিটুআই মেজর জাহিদ হাসান উপস্থিত ছিলেন।
জিটুআই মেজর জাহিদ হাসান জানান, পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী শিক্ষা, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১১জনকে দুই লক্ষ্য ১০ হাজার টাকা এই অনুদান প্রদান করা হয়। এর মধ্যে ২ জন নারীকে কর্মসংস্থান সৃষ্টিতে সেলাই মেশিন প্রদান করা হয়।