হোটেল-মোটেল ও রিসোর্টে পর্যটকদের সেবার মান বাড়ানোসহ সেগুলোকে আধুনিকায়ন করতে হবে-দীপংকর তালুকদার এমপি

127

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
হোটেল-মোটেল এবং রিসোর্টে পর্যটকদের জন্য সেবার মান বাড়ানোসহ সেগুলোকে আধুনিকায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, পাহাড়ে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। এটাকে কাজে লাগাতে দৃষ্টিনন্দন ও স্থানীয়দের পর্যটন বান্ধব হোটেল-মোটেল এবং রিসোর্টে গড়ে তুলতে হবে। অপরিচ্ছন্ন শহর কোনভাবেই পর্যটকদের আকর্ষন করে না। তাই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। হোটেল-মোটেলগুলোতে সেবার মান বাড়াতে হবে। নিরাপদ ও আরামদায়ক ভ্রমনের ব্যবস্থা করতে হবে। তাহলেই পর্যটকদের আগমন বাড়বে এবং পর্যটনের সাথে জড়িত সংশ্লিষ্টদের ব্যবসা ভালো হবে।
বুধবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার জেটিঘাটে অবস্থিত হোটেল হ্যাপিনেস হিল এর উদ্বোধন করতে গিয়ে রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।
এসময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, হোটেল হ্যাপিনেস হিল এর পরিচালক সাইফুল ইসলামসহ কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হোটেল হ্যাপিনেস হিল এর পরিচালক সাইফুল ইসলাম বলেন, পর্যটন শহর কাপ্তাইয়ে বছরের সব সময় পর্যটক আসেন। অনেক সময় তাঁরা রাত্রি যাপন এর পর্যাপ্ত হোটেল পাননা। তাই পর্যটকের সুযোগ সুবিধা মাথায় রেখে ৬ তলা বিশিষ্ট এই হোটেল নির্মাণ করেছি। এখানে সকল ধরেন সুযোগ সুবিধা আমরা রেখেছি।