কাপ্তাইয়ে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির ২দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

56

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রেড ক্রিসেন্ট সোসাইটি কাপ্তাই যুব রেড ক্রিসেন্ট টিম ও রাঙ্গামাটির জেলা ইউনিটের আয়োজনে দু’দিন ব্যাপী আরসিআরসি বেসিক এন্ড ফাস্ট এইড ট্রেনিং সোমবার (৬ নভেম্বর ) দুপুর ২টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাপ্তাই উপজেলা টিম দলের দলনেতা মো. আসিফুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন। সমাপনী অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের কাপ্তাই উপজেলা ও জেলা ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা দলনেতা আসিফুল ইসলাম বলেন, কাপ্তাই উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে রেড ক্রিসেন্ট দল গঠন করা হয়েছে। এবং ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেনিং সম্পন্ন হয়েছে। কাপ্তাই উচ্চ বিদ্যালয় রেড ক্রিসেন্ট দল ছিলো ১৬তম শিক্ষা প্রতিষ্ঠান। সমাপনী প্রশিক্ষণে ৪০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।