॥ লংগদু প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে লংগদু সেনা জোনের অন্তর্গত ৪ টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে লংগদু জোনের সদর দপ্তরে মন্দির পরিচালনা কমিটির হাতে অনুদান তুলে দেন জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া পি এস সি।
এসময়, মাইনীমুখ শ্রী শ্রী হরি মন্দির, লংগদু তিনটিলা শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দির, মাইনীমুখ জেলেপাড়া শ্রী শ্রী শিব মন্দির, বাঘাইছড়িস্থ দূরছড়ি শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরকে দূর্গপূজা আয়োজনের জন্য নগদ প্রতি মন্দির কমিটিকে ৫হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদান কালে উপস্থিত ছিলেন, জোনের উপ-অধিনায়ক মেজর রিফাতুজ্জাকেরসহ জোনের বিভিন্ন পদবির অফিসারবৃন্দ ও মন্দির পরিচালনা কমিটির লোকজন এসময় উপস্থিত ছিলেন।
জোন অধিনায়ক হিমেল মিয়া পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ এবং জনগনের সেবায় কাজ করে যাচ্ছে। আগামীতেও সেবা মূলক এসকল কার্যক্রম অব্যহত থাকবে।