॥ সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ॥
বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন সনাতন ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতার হোসেন, দুর্গাপূজা কমিটির সভাপতি শুভাশীষ চক্রবর্তী, সাধারন সম্পাদকঃ জয় দে সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় ইউএনও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং ডিউটিতে নিয়োজিত থাকা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা কমিটির সদস্যদের সহযোগিতা করার জন্য বলা হয়। যে কোন অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে প্রশাসনকে অগ্রিম অবগত করতে বলা হয় এবং দুর্গাপূজা সুন্দর ও সুষ্টভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য মঙ্গল কামনা করা হয়।