এই দেশে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

82

॥ লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়ি ॥
এই দেশে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ বলে মন্তব্য করেছেন শরণার্থী বিষয়ক টাস্কাফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। তিনি বলেন, এ দেশের সকল ধর্মাবলম্বী মানুষ যেন তাঁদের নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারেন সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তা করা হচ্ছে। সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্ভাবনী চিন্তার ফসল হলো সামাজিক সম্প্রীতি কমিটি। এর মাধ্যমে তিনি সম্প্রীতি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছেন। বন্ধুত্বপূর্ণ পরিবেশে সব ধর্মের মানুষ তাঁদের নিজ নিজ ধর্ম পালন করছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.), শারদীয় দুর্গাপূজা ও কঠিন চীবর দান সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে পরিচালনা কমিটির মাঝে ৬০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র সভাপতিত্বে ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী সঞ্চালনায় অনুদান প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, নিলোৎপল খীসা, শাহিনা আক্তার, শতরুপা চাকম ও ক্যজরী মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য জাফর আহম্মদ, নারী নেত্রী বাঁশরি মারমা, চামেলী ত্রিপুরাসহ বিভিন্ন মসজিদ, মন্দির ও বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে মানুষের নৈতিক শিক্ষার কাজে ব্যবহার করতে হবে। যাতে করে দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক, দুর্নীতি এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। সবাই সম্মেলিত ভাবে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। তা হলে দেশে কোন জঙ্গি ও সন্ত্রাসবাদের ঠায় হবে না।
পরে প্রধান অতিথি বিভিন্ন মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার পরিচালনার কমিটির নেতৃবৃন্দের মাঝে এ আর্থিক সহায়তা বিতরণ করেন।