বিলাইছড়িতে অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত

48

॥ সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ॥
বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক শিক্ষার্থীর অবিভাবকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) সকাল ১১টায় সময় বিদ্যালয়ের এক শ্রেণী কক্ষে সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাথোয়াই মার্মা, যুগ্ন সম্পাদক প্রহর কান্তি চাকমা, অবিভাবক থুইপ্রু মার্মা, সাংবাদিক অসীম চাকমা, সুজন কুমার তঞ্চঙ্গ্যা। স্বাগতম বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক প্রণব কুমার নাথ।