॥ নিজস্ব প্রতিবেদক॥
দীর্ঘ ১২ বছর পর রাঙ্গামাটিতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত সবার সম্মতিক্রমে অমলেন্দু হাওলাদারকে সভাপতি ও জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
এর আগে শনিবার (৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মিলনায়তনে অনুষ্ঠিত পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক জেলা সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
জেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক অমলেন্দু হাওলাদার এর সভাপতিত্বে এবং সদস্য সচিব বিপুল ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা কমিটি নির্বাচন করা হয়।