॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবান পর্যটনের সম্ভাবনাময় একটি শহর, এই শহরকে পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি বলেন, এ শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন। বিশেষ করে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেললে শহর এমনিতেই অনেকখানি পরিচ্ছন্ন থাকে। তিনি বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, দোকান-হোটেলের ময়লা আবর্জনা ড্রেনে বা রাস্তায় না ফেলে যেসব ডাস্টবিন দেয়া হয়েছে সেগুলোতে ফেলতে পরিবেশ সুন্দর থাকবে, বাইরে থেকে পর্যটকরা এসে সুন্দর শহর দেখলে মুগ্ধ হবে, আমাদের সুনাম বাড়বে।
শনিবার (৭ অক্টোবর) সকালে বান্দরবান পৌরসভার আয়োজনে পৌরসভা প্রাঙ্গণে বান্দরবান পৌরসভার বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আরো বৃদ্ধি করে ময়লা-আর্বজনা দ্রুত অপসারণের লক্ষ্যে ফিতা কেটে নতুন ৪টি আধুনিক মানের থ্রী হুইলার গাড়ীর উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী এইসব কথা বলেন।
পরে পৌরসভার আয়োজনে পৌরসভা প্রাঙ্গণে পৌর মেয়র মো. সামসুল ইসলাম এর সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ৬৯ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, জোন কমান্ডার লে: কর্ণেল মাহামুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হক সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা, পৌর কাউন্সিলর এবং বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ উপস্থিত ছিলেন।
এর আগে বান্দরবানের রাজার মাঠ এলাকায় বান্দরবান পৌরসভায় বাস্তবায়নাধীন ৫ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে প্রধান সড়কের সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে স্ট্রীট লাইটসহ বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।