দীঘিনালায় গাছ থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু

80

॥ দীঘিনালা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালায় গাছ থেকে পড়ে এক বৃদ্ধার আব্দুল জলিল (৬৫) মৃত্যু হয়েছে। মৃত্য আব্দুল জলিল কবাখালী ইউনিয়নের দক্ষিন মিলেনপুর এলাকার মৃত আব্দুল আজিজ এর ছেলে।
সোমবার (২অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার বাবুপাড়া কলেজ টিলা সংলগ্ন ভাংগাবিল্ডিং এলাকায় গাছ কাটার সময় মাথাঘুরে পড়ে গেছে এতে বুকে প্রচন্ড আঘাত লাগে এবং নাক মুখ দিয়ে রক্ত আসে। স্থানীয় লোকজন দীঘিনালা স্বাস্থ কমপ্লেক্স নিয়ে যান।
হাসপালে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল উপসহকারী মো: রাশেদুল আলম বলেন, রোগীর বুকে প্রচন্ড আঘাত পেয়েছে নাক মুখ দিয়ে রক্তপাত হয়েছে, আশংস্কা জনকের কারনে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়। কিন্তুু হাসপাতালে সমানে এ্যাম্বুলেন্স মারা যায়।
মৃত আব্দুল জলিলের বড় ছেলে মো: ফারুক বলেন, আমার বাবা নিয়মিত মানুষের বাড়ির গাছের ডালপালা কেটে বিক্রয় করত এবং গাছের ডালপালা কেটে পরিস্কার করে দিত। সোমবার সকালে বাড়ি থেকে ভাত নিয়ে বেড়িয়েছে গাছ কাটার জন্য ভাংগাবিল্ডং এলাকায় হঠাৎ খরব আসে আমার বাবা গাছ থেকে পড়ে গেছে। হাসাপাতালে এসে দেখি আমার বাবা এ্যাম্বুলেন্সে মারা গেছে।
দীঘিনালা থানা ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনা সতত্যা নিশ্চিত করে বলেন, মৃত আব্দুল জলিল(৬৫) গাছ কাটতে দিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে। তার পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করে নাই।