॥ নিজস্ব প্রতিবেদক ॥
প্রবীণদের পথ অনুস্মরণ করেই আগামীতে নবীনদের আলোকিত বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
রবিবার (১ অক্টোবর) সকালে জেলা পরিষদের এনেক্স ভবন সম্মেলন কক্ষে সার্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মেরর ভূমিকা এই প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সমাজ কল্যাণ বিভাগের আহবায়ক জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমার সভাপতিত্বে সভায় পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক, সনাক রাঙ্গামাটির সভাপতি বাঞ্চিতা চাকমা, সাবেক মানবাধিকার সদস্য নিরুপা দেওয়ান, সাবেক জেলা শিক্ষা অফিসার অঞ্জুলিকা খীসা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী আরো বলেন, প্রবীনদের যুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা দিয়েই এ জেলাকে তারা এগিয়ে নিয়ে এসেছে। তাই তাদের অবহেলা করলে চলবে না। তাদের মানসিক ও শারিরিকভাবে সব সময় সুস্থ রাখতে হবে। এই সুস্থ রাখার কাজটি নিজ নিজ পরিবার ও প্রতিবেশীদের দায়িত্বে পরে। প্রবীণদের অবহেলার চোখে না দেখে, তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত ও যাতায়াত ব্যবস্থাসহ তাদের সকল প্রকার সুযোগ সুবিধার আহ্বান জানান তিনি।
পরে প্রবীণদের মাঝে সমাজ সেবা বিভাগের শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।
এর আগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শহরে একটি র্যালী বের করা হয়। র্যালীটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।