বাঙ্গালহালিয়াতে রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের উদ্যোগে পুরস্কার বিতরণ

80

॥ হারাধন কর্মকার, রাজস্থলী ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের উদ্যোগে শ্রীমতি রাধারাণীর শুভ আবির্ভাব তিথি শ্রী শ্রী রাধাস্টমী উৎসব উপলক্ষে পরমেশ্বর শ্রী কৃষ্ণের জম্মাষ্টমী অনুষ্ঠানে খন্ড খন্ড চিত্র প্রদর্শনীতে অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে শ্রী শ্রী গিরি ধারী গীতা বিদ্যাপীঠের উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জ পরিচালনা কমিটির সভাপতি পংকজ ভুষন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের অধ্যক্ষ মাদব গৌর দাস বাবাজি। বিশেষ অতিথি ছিলেন শ্রীমৎ যৌগানন্দ, বাঙ্গালহালায়া দক্ষিণাশ্বর কালী মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি প্রিয়লাল দত্ত, দীপক শীল, উৎসব উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক হারাধন কর্মকার, দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন দে, গীতা বিদ্যাপীঠের শিক্ষক বিপ্লব মৌলিক, শিক্ষিকা রিয়া দে, সুব্রত দে প্রমুখ।