নানিয়ারচর বুড়িঘাটে পানি বন্দী মানুষের পাশে অ্যাডভোকেট মামুন ভূঁইয়া

41

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে নানিয়ারচরের বুড়িঘাটে পানিবন্দি হয়ে পড়েছে মাছকম্পানির কিছু জনসাধারণ। দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট।
এমন মানবেতর পরিস্থিতিতে অতীতের মতো এবারও বুড়িঘাটের বন্যাদুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে রাঙ্গামাটি জেলা জর্জ কোর্টের আইনজীবী মো: মামুন ভূঁইয়া। তিনি বুড়িঘাটের মাছ কোম্পানি এলাকার পরিবারের জন্য জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন।
ত্রাণ সহায়তার মধ্যে প্রত্যেকের জন্য রয়েছে চাল, আলু, ডাল, পেয়াজ ১টি প্যাকেট। এছাড়া তিনি উক্ত পরিবারগুলোর নিরাপদে থাকার জন্য প্রতিনিয়তই খোঁজ খবর নিচ্ছেন।
তিনি জানান, কাপ্তাই হ্রদে আকস্মিক বন্যার পানি বেড়ে যাওয়ার ফলে তাদের এই দুঃসময়ে সামর্থ্য অনুযায়ী সবারই বন্যার্তদের পাশে থাকা উচিত। আমাদের যেকোনো দুর্যোগ, মহামারি বা চ্যালেঞ্জিং সময়ে সাধারণ মানুষকে সহায়তার জন্য অতীতে সবসময় এগিয়ে এসেছি। এবারও তার ব্যত্যয় ঘটেনি। মানবিক দিক বিবেচনা করেই আমরা প্রাথমিকভাবে নানিয়ারচর বুড়িঘাট মাছকম্পানি এলাকার পরিবারের জন্য জরুরি ত্রাণ সহায়তা প্রদান করেছি। এছাড়া এই এলাকার বানভাসি মানুষের জন্য এই সহায়তা অব্যাহত রাখব।