॥ থানচি প্রতিনিধি ॥
আমি দীর্ঘদিন যাবৎ ভাইরাস জ্বরের ভূগিয়েছিলাম অনেক কস্ট অনেক যন্ত্রনা মধ্যে কাটছিলাম। চিকিৎসকের পরামর্শের ঔষধ সেবন করেছি কিন্তু জ্বর ভালো হয় না। সম্প্রতি বিদ্যামনি পাড়ায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে হাজির হয়ে এমবিবিএস ডাক্তারে নিকট সরনাপন্ন হলে দুই দিন পর সুস্থ হয়েছি। আমার ব্যক্তিগতভাবে আয়োজক বিএনকেএসকে কৃতজ্ঞতা জ্ঞাপন জানাচ্ছি। সাংবাদিকদের সামনে উপরোক্ত কথা বলেন, বান্দরবানে থানচি সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে রেংনং পাড়া বাসিন্দা ক্রাইদিং ম্রো (৪৫)।
“মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ” প্রতিপাদ্যে বাংলাদেশ স্টিল রি রোলিং (বিএসআরএম) অর্থায়নের বলিপাড়া নারী কল্যান সমিতি (বিএনকেএস) আয়োজনের দারিদ্র গ্রামবাসীর জন্য আর্থ-সামাজিক উন্নয়নের উদ্যোগ প্রকল্পের” আওতায় ২ দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প সম্প্রতিককালে মোট ২১৩ জন নর- নারী সেবা গ্রহন করেছে।
বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহযোগীতায় আবাসিক চিকিৎসক ডা: মিহারাব আল রহমান শুভ উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপ-সহকারী ও আবাসিক চিকিৎসক ডা: ঋতুপন চাকমা, সিনিয়র র্নাস উ সুই সিং মারমা, (বিএনকেএস) প্যারামেডিক উবাথোয়াই মারমা, উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা, বলিপাড়া ইউপি সংরক্ষিত নারী সদস্য গোপাদেবী চাকমা, প্রকল্পের ম্যানেজার ভানুনসিয়াম বম, মাঠ কর্মকর্তা শ্যামসন বম, অংচাইনু মারমা ও বিভিন্ন পাড়ার কারবারীসহ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ও উদ্বোধক ডা: মিহারাব আল রহমান বলেন, অত্র উপজেলার বন্যায় পরবর্তী সারা বাংলাদেশের ন্যায় ডেঙ্গু, ম্যালেরিয়া, সাধারণ জ্বর, টাইফয়েটসহ সর্দি, কাশি আক্রান্ত ও রোগীর সংখ্যা বেড়েছে তার মধ্যে ম্যালেরিয়া জোন খ্যাত। স্বাস্থ্য বিভাগও রোগের প্রার্দুভাব রোধ করার জন্য নানান কর্মসূচি হাতে নিয়েছে। তারমধ্যে বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে বিএনকেএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প নি:সন্দেহে প্রশংসা দাবিদার রাখে। কারন এই মহৎতি উদ্যোগে প্রান্তিক পর্যায়ে সাধারণ রোগীরাও স্বাস্থ্যসেবা সুবিধা পাশাপশি বিনামূল্যে ঔষধ সেবা পাচ্ছে।
বিএনকেএস প্রকল্পের ম্যানেজার ভানুনসিয়াম বম বলেন, চার বছরের জন্য একটি পাইলট প্রকল্প বিএনকেএস থানচিতে বাস্তবায়ন করছি। প্রকল্পের আওতায় প্রতি বছর পরিচালিত করেছি আশা করছি বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে মাধ্যমে প্রত্যন্ত এলাকায় শিশু থেকে শুরু করে অনেক রোগীর সরাসরি চিকিৎসকের পরার্মশ অনুযায়ী স্বাস্থ্যসেবা নিতে পারবে।
উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা বলেন, বাংলাদেশ স্টিল রি রোলিং (বিএসআরএম) প্রান্তিক কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে লক্ষ্যে বিনামূল্যে নগদ অর্থ সহায়তা, কৃষি সামগ্রিক প্রদান, বিভিন্ন স্তরের ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপবৃত্তি, স্বাস্থ্যসম্মত ল্যান্ট্রিন স্থাপনসহ নিরাপদ পানি সরবরাহে কার্যক্রম পরিচালনায় করে আসছে। তারই অংশ বিশেষ বিএনকেএস প্রতি বছরে ন্যায় উপজেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে প্রত্যন্ত এলাকায় বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন। প্রান্তিক পর্যায়ে মানুষরা চিকিৎসা সেবা নিশ্চিত করে ভবিষ্যতেও কার্যক্রমটি অব্যহত থাকবে।