॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বিএনকেএস এর প্রকল্প অফিস প্রাঙ্গনে মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ প্রতিপাদ্যকে সামনে রেখে বিএসআরএম এর সহযোগিতায় বিএনকেএস এর আয়োজনে “থানচি উপজেলা দারিদ্র গ্রামবাসীর জন্য আর্থ-সামাজিক উন্নয়নের উদ্যোগ প্রকল্পের” আওতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা: মিহারাব আল রহমান এর তত্বাবধানে ১শত ১৩ জন রোগীকে স্বাস্থ্যসেবা বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা: ঋতুপন চাকমা এবং বিএনকেএস এর প্যারামেডিক উবাথোয়াই মারমাসহ প্রমুখ উপস্থিত থেকে সেবা প্রদান করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পে ম্যালেরিয়া পরীক্ষা ও করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে বিএনকেএস এর উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা, বলিপাড়া ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য গোপাদেবী চাকমা, বিএসআরএম প্রকল্পের ম্যানেজার ভানুনসিয়াম বম, ফিল্ড অফিসার শ্যামসন বম, অংচাইনু মারমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা: মিহারাব আল রহমান বলেন, বান্দরবানের থানচি উপজেলার বন্যায় পরবর্তী সারা বাংলাদেশের ন্যায় ডেঙ্গু, ম্যালেরিয়া, সাধারণ জ¦র, টাইফয়েটসহ সর্দি, কাশি রোগীর সংখ্যা বেড়েছে লক্ষ্য করা যায়। থানচি উপজেলা স্বাস্থ্য বিভাগও রোগের প্রার্দুভাব রোধ করার জন্য নানান কর্মসূচি হাতে নিয়েছে। তারমধ্যে বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে বিএনকেএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প নি:সন্দেহে প্রশংসা দাবিদার রাখে। কারন এই মহতি উদ্যোগে প্রান্তিক পর্যায়ে সাধারণ রোগীরাও স্বাস্থ্যসেবা সুবিধা পাবে বলে মনে করেন।
বিএনকেএস এর প্রকল্পের ম্যানেজার ভানুনসিয়াম বম জানান, থানচি উপজেলার বিএসআরএম এর সহযোগিতায় চার বছরের জন্য একটি প্রকল্প বিএনকেএস থানচিতে বাস্তবায়ন করছি। প্রকল্পের আওতায় প্রতিবছর ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। আশা করছি ফ্রি মেডিকেল ক্যাম্পে মাধ্যমে প্রত্যন্ত এলাকায় শিশু থেকে শুরু করে অনেক রোগীর সরাসরি চিকিৎসকের পরার্মশ অনুযায়ী স্বাস্থ্যসেবা নিতে পারবে। তিনি আরো জানান, ফ্রি মেডিকেল ক্যাম্প আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
বিএনকেএস এর প্রধান কার্যালয়ে উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা প্রতিবেদককে বলেন, সহযোগী প্রতিষ্ঠান বিএসআরএম এর সহযোগিতায় থানচি উপজেলার প্রান্তিক কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে নগদ অর্থ সহায়তা, কৃষি সামগ্রিক প্রদান, বিভিন্ন স্তরের ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপবৃত্তি, স্বাস্থ্যসম্মত ল্যান্ট্রিন স্থাপনসহ নিরাপদ পানি সরবরাহের কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে বিএনকেএস প্রতি বছরে ন্যায় উপজেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে প্রত্যন্ত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রমটি প্রত্যন্ত এলাকার জন্য অব্যাহত থাকবে বলে জানান।